উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে ‘শিশু সেবা সমারোহ’ নিরাময় এর

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : ‘শিশু সেবা সমারোহ’ করল শিলচরের ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান৷ এ উপলক্ষে এসএসএ, কাছাড়-এর অন্তৰ্গত উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজিত হয় নিরাময়-এর তরফে৷ কৰ্মসূচির অঙ্গ হিসেবে ছিল ডেইলি যোগ প্ৰ্যাকটিসেস ফর স্টুডেন্টস (ডিওয়াইপি) কৰ্মশালা, গ্ৰুপ মেডিটেশন, খাবার ও উপহার সামগ্ৰী বিতরণ ইত্যাদি৷ সম্প্রতি এই আয়োজনে একই সঙ্গে নিরাময়-এর উপদেষ্টা বিশিষ্ট লেখক-শিল্পী প্ৰয়াত মনোমোহন মিশ্ৰের ৭৪ তম জন্মদিনও পালন করা হয়৷ প্ৰয়াত মিশ্ৰের পরিবারের তরফে আবাসিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন করানো হয়৷ পাশাপাশি তাঁদের চকোলেট ও শিক্ষা সামগ্ৰী দেওয়া হয়৷ এগুলোর সম্পূৰ্ণ ব্যয়ভার বহন করেন তুলসী মিশ্ৰ, মনোলীনা মিশ্ৰ, দেবোলীনা মিশ্ৰ, শুভ্ৰজ্যোতি ভট্টাচাৰ্য ও জয়দেব চক্রবৰ্তী৷
ওই দিনের কৰ্মসূচিতে যোগ কৰ্মশালা পরিচালনা করেন দুই যোগ প্ৰশিক্ষক রাতুল চক্রবৰ্তী ও শুভঙ্কর সাহা৷ নিরময় পরিবারের তরফে চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য, সমাদ্ৰিতা ভট্টাচাৰ্য, মহিলা শাখার সহ-সভানেত্ৰী শিউলি দেশমুখ্য, পুনম বিশ্বাস, ড. তুহিন দেশমুখ্য অংশ নেন৷ এসএসএ, কাছাড়ের পক্ষে সমগ্ৰ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডিকিউএম প্ৰসেনজিৎ দাস, সদস্য সচিব উপেন্দ্ৰ সিংহ ও রূপা রায় ৷

যোগ চেতনা অভিযান ঘনিয়ালা এনআরএসটিসি’তেও 

তাছাড়া, আবাসিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কৰ্মীরা আয়োজনকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতা করেন৷
এদিকে ৪ ডিসেম্বর শিলচর ৯ নং ঘনিয়ালা জুনিয়র বেসিকে থাকা এনআরএসটিসি’তে এক যোগ সচেতনতা কৰ্মসূচি আয়োজন করে নিরময় যোগ শিক্ষা সংস্থান৷ এতে পড়ুয়াদের জন্য উপযোগী বিভিন্ন রকমের যোগ প্ৰক্রিয়ার অভ্যাস করানো হয়৷ পরে শিলর এনআইটির অধ্যাপক ড. গৌতম চৌবে ও শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অংকিতা চক্রবৰ্তীর সৌজন্যে শিক্ষা-সামগ্ৰী ও খাবার বিতরণ করা হয়৷ ডিকিউএম রিনজয়ভূষণ নাথ, শিক্ষিকাদের মধ্যে সুনন্দা চক্রবৰ্তী, মিতালি শুক্লবদ্য, নিরাময় যোগ শিক্ষা সংস্থানের পক্ষে ড. তুহিন দেশমুখ্য, দ্বৈপায়ন ভট্টাচাৰ্য ও মুখ্য সংযোজক উপস্থিত ছিলেন৷ ওই দিন এনআরএসটিসির তরফে ডিকিউএম সহ নিরময়ের কৰ্মকতাদের সংবৰ্ধনাও জানানো হয়৷

উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে ‘শিশু সেবা সমারোহ’ নিরাময় এর

প্ৰসঙ্গত, ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান তার যোগ চেতনা অভিযান-এর অন্তৰ্গত প্ৰতিবছর সম্পূৰ্ণ বিনামূল্যে ৭০-১০০টি কৰ্মসূচি আয়োজন করে থাকে৷ বিশেষ করে প্ৰত্যন্ত এলাকার পড়ুয়াদের প্ৰতি বিশেষ নজর থাকে এই সংস্থানের৷ ঘনিয়ালা এনআরএসটিসির অনুষ্ঠান কাৰ্যত এই অভিযানের অঙ্গ হিসেবেই আয়োজিত হয়েছে৷

উধারবন্দ আবাসিক বালিকা বিদ্যালয়ে ‘শিশু সেবা সমারোহ’ নিরাময় এর

Author

Spread the News