ছাদে চাইনিজ ড্রোন, শ্রীভূমিতে আতঙ্ক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ মে : ভারত-বাংলা সীমান্তের শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। পুলিশ ড্রোনটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। সন্দেহ করা হচ্ছে যে ড্রোনটি বাংলাদেশ থেকে চালনা করা হয়েছিল। বর্তমানে শ্রীভূমি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ড্রোন উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

মঙ্গলবার গভীর রাতে সংগঠিত হয়। এলাকার পঙ্কজ কুরি নামের এক ব্যক্তির বাড়ির ছাদে ড্রোনটি পড়েছিল। সকালে উঠে ওই ব্যক্তি ছাদে গিয়ে একটি চাইনিজ ড্রোন দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ উপস্থিত হন। তাঁদের সন্দেহ হয় যে ড্রোনটি বাংলাদেশ থেকে এসেছিল আর কোনও কারণবশত দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ড্রোনটি উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। 

ছাদে চাইনিজ ড্রোন, শ্রীভূমিতে আতঙ্ক
Spread the News
error: Content is protected !!