বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিশু দিবস পালন মরকজ পাবলিক স্কুলে
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : প্রতি বছর ১৪ নভেম্বর সারাদেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটি শৈশবের চেতনা উদযাপন করার এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ‘শিশু দিবস’ নামেও এই দিন পরিচিত। বৃহস্পতিবার গোটা দেশের সঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশু দিবস পালন করল উত্তর কৃষ্ণপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মরকজ পাবলিক স্কুল।
এদিন শিশু দিবস উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে খুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাছাড়া শিশু দিবস উপলক্ষে বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকারা। সব শেষে জাতীয় সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন মরকজ পাবলিক স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান সাবির আহমেদ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান চৌধুরী, সম্পাদক মহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ শফিক উদ্দিন, সহ অধ্যক্ষ নৌশিন চোধুরী, শিক্ষক তানভি চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য সিপন মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।