জমি বিক্রিতে মুখ্যমন্ত্রীর অনুমতি, তীব্র প্রতিবাদ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : সম্প্ৰতি রাজ্য সরকার অসমে কোনও হিন্দু ধর্মের মানুষ মুসলমান ধর্মের মানুষের কাছে জমি বিক্ৰি করতে চাইলে বা কোনও মুসলমান ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষের কাছে জমি বিক্ৰি করতে চাইলে মুখ্যমন্ত্ৰীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে যে বক্তব্য প্রকাশিত হয়েছে এর তীব্ৰ প্ৰতিবাদ জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, সরকারের এ ধরনের বিভাজনবাদী, উস্কানিমূলক ও হঠকারি সিদ্ধান্ত রাজ্যের সাম্প্ৰদায়িক ঐক্য বিনষ্ট করে সংঘৰ্ষের পরিবেশ সৃষ্টি করবে। শুধু তা নয়, শ্ৰমিক-কৃষক-কৰ্মচারী ও সাধারণ মানুষের বেঁচে থাকার দাবিতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মারাত্মক প্ৰতিবন্ধকতার সৃষ্টি করবে। এই খবর প্ৰকাশিত হওয়ার পর সাধারণ মানুষ বিশেষ করে মুসলমান মানুষের মধ্যে তীব্ৰ আতংময় পরিবেশ বিরাজ করছে। ভারতীয় সংবিধান মতে প্ৰত্যেক ভারতীয় নাগরিককে দেশের ভেতর জমি কেনা-বেচার সাংবিধানিক ও গণতান্ত্ৰিক অধিকার রয়েছে।

প্রেস বার্তায় এই অন্যায়, অযৌক্তিক ও তীব্ৰ বিদ্বেষমুলক সিদ্ধান্ত শীঘ্ৰই প্ৰত্যাহারের দাবি জানানোর পাশাপাশি এ ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্ৰ গণ আন্দোলন গড়ে তোলার জন্য  এগিয়ে এসে জাতি-ধৰ্ম-  ভাষা-বৰ্ণ-গোষ্ঠী নিৰ্বিশেষে রাজ্যের সৰ্বস্তরের জনসাধারণের প্ৰতি আহ্বান জানানো হয়।

জমি বিক্রিতে মুখ্যমন্ত্রীর অনুমতি, তীব্র প্রতিবাদ এসইউসিআই-র
জমি বিক্রিতে মুখ্যমন্ত্রীর অনুমতি, তীব্র প্রতিবাদ এসইউসিআই-র
Spread the News
error: Content is protected !!