দু’দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিনের জন্য বরাক উপত্যকায় সফর করবেন। এই সফরকালে তিনি ধর্মীয় দর্শন থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে মূর্তি উন্মোচন ও জনসভায় অংশগ্রহণসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন।
সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী আগামীকাল রবিবার, ৩১ আগস্ট শিলচরে এসে দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে দর্শন দিয়ে সফরসূচি শুরু করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে এক জনসভায় অংশ নেবেন।
এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন। সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী প্রয়াত সংসদ সদস্য কমলেন্দু ভট্টাচার্যের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে শিলচর টেনিস ক্লাব পরিদর্শন করবেন।
১ সেপ্টেম্বর তিনি শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গিয়ে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সমস্ত কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তিনি সেদিনই দুপুরে শিলচর হয়ে গুয়াহাটি ফিরে যাবেন।