‘কাশির সিরাপের গুণমান পরীক্ষা করুন’ নির্দেশ কেন্দ্রের

৯ অক্টোবর : সম্প্রতি ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে বেশ কয়েকটি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। আর এই আবহেই এবার নড়েচড়ে বসল কেন্দ্র। বুধবার কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের তরফে জানানো হয়েছে, যে কোনও কাশির সিরাপ বাজারে ছাড়ার আগে সেটির গুণমান পরীক্ষা করতে হবে। এনিয়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ‘সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রকদের অনুরোধ করা হচ্ছে যে, উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করা হয়। পাশাপাশি, বাজারে ওষুধের ব্যাচগুলি সরবারাহের আগেও যেন খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। একইসঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যাতে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির একটি উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম থাকে। অনুমোদিত এবং নির্ভরযোগ্য বিক্রেতাদের কাছ থেকেই যাতে কাঁচামাল কেনা হচ্ছে তা নিশ্চিত করতে হবে।’ সেই সঙ্গে এও জানানো হয়েছে, মধ্যপ্রদেশের ঘটনার তদন্তে প্রকাশ্যে এসেছে যে বেশ কিছু ক্ষেত্রে ওষুধের গুণমান সঠিক ছিল না। কিন্তু নিয়ম অনুসারে, প্রস্তুতকারককে ওষুধ তৈরির কাঁচামাল এবং তৈরি হওয়া ওষুধের প্রত্যেক ব্যাচ পরীক্ষা করা বাধ্যতামূলক। সে নিয়েই সতর্ক করে দেওয়া হল প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপকে ঘিরে। এই ওষুধ খেয়েই এখনও পর্যন্ত ২০ শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। রাজস্থানেও বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ বহু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘কোল্ডরিফ’। এনিয়ে সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। সেই সঙ্গে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সিরাপ বিদেশে রপ্তানি করা হয়েছে, তা কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে।

Spread the News
error: Content is protected !!