চন্দ্রিকা মহিলা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : নানা কার্যক্রমের মধ্য দিয়ে শিলচর শ্যামানন্দ লেনের চন্দ্রিকা সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার সন্ধ্যায় কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে কেক কাঁটা হয়। এরপর সন্ধ্যা ৮ টা থেকে ৯ টা অবধি কবিতা পাঠ ও গান পরিবেশনের মধ্য দিয়ে মহিলারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বক্তব্যে সভাপতি স্বপ্না দত্ত চৌধুরী বলেন, তাঁরা ২০১৬ সাল থেকে বিভিন্ন এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে আসছেন প্রচারবিমূখ ভাবে। মহামারি করোনা চলাকালীন তাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ও সেইসঙ্গে সংগঠনের সঙ্গে যুক্ত মহিলারা ব্যক্তিগত ভাবে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনার জন্য যথাসাধ্য অর্থ সাহার্য্য করে থাকেন।

সঙ্গীত শিল্পী মোনালী পাল বলেন, প্রত্যেক বছর ১৯ শে মে ও ২৫ শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন। তাদেরকে বিশেষভাবে উৎসাহ ও সাহায্য করে থাকেন সমাজকর্মী দেবাশিস সোম এবং এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও তবলা বাদক উৎপল বিশ্বাস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রীতা রায়, সম্পাদক মিতালী চৌধুরী, কোষাধ্যক্ষ রত্না বিশ্বাস, সঙ্গীতশিল্পী মাম্পী পাল, শীলা দেব, মিনতি নাথ, জয়ন্তী পাল, চম্পু দেব, অতশী বিশ্বাস, দিপালী পাল, তনুজা সাহা, মনিকা দাস, অসীমা দাস, প্রিয়শ্রী দেব, সাগরিকা পাল সহ অন্যান্যরা।

Author

Spread the News