চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করার দাবি সংগ্রাম কমিটির

বরাক তরঙ্গ, ২৬ জুন : বদরপুর-লামডিং রেলপথের জাটিঙ্গা-লামপুর অংশে পুনরায় ভূমি ধসে রেল পরিষেবা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর ক্ষোভ ব্যক্ত করে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে প্রতি বছর বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগ পোয়াতে হয়। এই অবস্থায় লক্ষ্য করে ‌‌পূর্বের দীর্ঘদিন ধরে শিলচর -লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দাবি জানিয়ে আসছে যে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করা। ইতিমধ্যে গত ১৫ই ফেব্রুয়ারি শিলচরে এক বড় গণসমাবেশে এই দাবির সমর্থনে উপত্যকার তিন জেলার প্রতিনিধিরা গর্জে উঠেন। সেই গণ সমাবেশে দাবি তোলা হয় যে অবিলম্বে এই লাইনের সমীক্ষার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে। গণ সমাবেশ শেষে কমিটির পক্ষ থেকে রেল মন্ত্রীর নিকট স্মারকপত্র পাঠিয়ে দ্বিতীয় রেলপথ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরা হয়। বতর্মান পরিস্থিতিতে এই দাবির যথার্থতা জনগণ গভীরভাবে উপলব্ধি করছেন।

কমিটির আহ্বায়কবৃন্দ যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য, অধ্যাপক অজয় রায় ও সুশীল পাল জোরালো দাবি জানান যে অবিলম্বে জাটিংগা লামপুর অংশের রেল লাইন যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করে যাত্রীরেল চলাচল স্বাভাবিক করতে হবে। তাঁরা এও দাবি করেন যে অবিলম্বে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ শুরু করতে হবে অন্যথায় কমিটির পক্ষ থেকে পুনরায় গণ আন্দোলন গড়ে তোলা হবে।

চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করার দাবি সংগ্রাম কমিটির
Spread the News
error: Content is protected !!