চান্দখিরা মেদলি জিপির সভাপতি মায়া বাল্মিকী দাস ও রিমা কানু সহ-সভাপতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ জুন : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৩টি গ্রাম পঞ্চায়েতে ধাপে ধাপে পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৫শে জুন থেকে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো লোয়াইরপোয়া ব্লকের দ্বিতীয় সভা, যেখানে সম্পন্ন হয় চান্দখিরা মেদলি গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

লোয়াইরপোয়া ব্লক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের ১০টি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সদস্যাগণ। বৈঠক সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত করেন ওয়ার্ড নম্বর ৬-এর সদস্যা মায়া বাল্মিকী দাসকে। একইভাবে ওয়ার্ড নম্বর ৭-এর প্রতিনিধি রিমা কানুকে সহ-সভাপতির পদে নির্বাচন করা হয়

চান্দখিরা মেদলি জিপির সভাপতি মায়া বাল্মিকী দাস ও রিমা কানু সহ-সভাপতি

নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে প্রতমে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে তাঁদের ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান সহপদে থাকা সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ। এ‌তে উপ‌স্থিত ছি‌লেন প্রশাস‌নিক আ‌ধিকা‌রিক রংবমন তেরং, বি‌ডিও যুগান্তর‌ কা‌নোয়ার।

Spread the News
error: Content is protected !!