সোনাবাড়িঘাটে চ্যাম্পিয়ন মারিয়া এফসি

সোনাবাড়িঘাটে চ্যাম্পিয়ন মারিয়া এফসি

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সিজন সেভেনে চ্যাম্পিয়ন খেতাব দখল করল নর্থ হাইওয়াইথাং মারিয়া এফসি। শনিবার ফেরিঘাট সংলগ্ন মাঠে  ফাইনাল ম্য়াচে ৩-১ গোলে উত্তর কৃষ্ণপুরের সুয়েল এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে মারিয়া এফসি। খেলার প্রথামার্ধ্বে ২-০ গোলে মারিয়া এফসি এগিয়ে থাকলেও ম্য়াচ ছিল উত্তেজনাকর। খেলার ১৬ মিনিটে জমুনা প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোল করেন ১৯ মিনিটে জেলট। দ্বিতীয়ার্ধ্বের ৩৪ মিনিটে গোলের ব্যবধান কমিয়ে দেন উত্তর কৃষ্ণপুরের রেমকুম। ৪৯ মিনিটে জমুনা তৃতীয় গোল করার পর দর্শকরা ধীরে ধীরে মাঠ ছাড়তে শুরু করেন। অবশেষে ৩-১ গোলে জয়লাভ করে নিউ ইয়ং স্টার ক্লাবের চ্যাম্পিয়ন ট্রফি ধলাই অঞ্চলের প্রথম দল হিসেবে দখল করে মারিয়া এফসি। 

সোনাবাড়িঘাটে চ্যাম্পিয়ন মারিয়া এফসি

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় পুরস্কার পান মারিয়া এফসির জমুনা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পান মারিয়া এফসির বিয়াক্কানা। সেরা গোলকিপার নির্বাচিত হন মারিয়ার কেলভিনও সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান সুয়েল এফসির রেমকুম। শেষে রানার্স দলের হাতে ত্রিশ হাজার টাকার চেকের রেপলিকা ও ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন দলের হাতে পঞ্চাশ হাজার টাকার চেকের রেপলিকা ও ট্রফি তুলে দেন অতিথিরা।

সোনাবাড়িঘাটে চ্যাম্পিয়ন মারিয়া এফসি

এ দিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট- বাগপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা প্রাক্তন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি মেহবুব আলম রিপন লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধ সামসুল ইসলাম বড়ভূইয়া, সোনাবাড়িঘাটের এপি সদস্য আমির হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর, সোনাবাড়িঘাট জিপির গ্রুপ সদস্য মহিবুল ইসলাম রকি চৌধুরী, নিয়াইরগ্রাম- বাগপুর জিপি গ্রুপ সদস্য রিজন উদ্দিন লস্কর, প্রাক্তন গ্রুপ সদস্য রাজিম উদ্দিন লস্কর, নিউ লাইফ ফাউন্ডেশনের কর্ণধার কমরুল ইসলাম লস্কর, জাবেদ চৌধুরী, টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি আবজল হোসেন মজুমদার, পিন্টু চৌধুরী, ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দিনরা পুরস্কার প্রদান করেন।

ম্যাচ পরিচালন করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান মজুমদার, ইজাজ আহমেদ লস্কর ও রাজীব হোসেন বড়ভূইয়া। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মতিউর রহমান।

Spread the News
error: Content is protected !!