হাইলাকান্দিতে বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ,  ৯ এপ্রিল : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক  নয় বলে জানিয়ে দিলেন হাইলাকান্দির জেলা কমিশনার। বুধবার এক নোটিশ ইস্যু করে জেলা কমিশনার জানিয়েছেন, মনোনয়ন পত্র পরীক্ষার সময় যদি  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন, তবে সার্টিফিকেট প্রদান করতে হবে।

এই নোটিশে গ্রাম পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে মনোনয়নপত্র জমার সময় যদি কোন প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই থাকে তবে নতুন করে বা পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন লাগবে না বলে জানানো হয়েছে। তবে মনোনয়নপত্র জমার তারিখে প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপটুডেট স্টেটমেন্ট জমা দিতে হবে।

হাইলাকান্দিতে বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়

Author

Spread the News