আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : একাধিক কর্মসূচি নিয়ে অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৮ আগস্ট সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছাবেন তিনি। ২৮ আগস্ট রাত তিনি কাটাবেন কয়নাধরার রাজ্য অতিথিশালায়। ২৯ আগস্ট সকালে গুয়াহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একই দিনে খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করবেন তিনি। ২৯ আগস্ট বিকেল ৪-৩০ টায় কলাক্ষেত্রে আয়োজিত গোলাপ বরবরার জন্মশতবার্ষিকী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।