ঘুংঘুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উদযাপন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : মেহেরপুরের ঐতিহ্যবাহী ঘুংঘুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উৎসব সম্পন্ন হল। উৎসবের শেষ দিন, বৃহস্পতিবার সকাল ছয়টায় নগর কীর্তন, দধিভান্ড ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে। এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন শিলচরের সদানন্দ মহন্ত (গোস্বামী), বাদল চক্রবর্তী ও সম্প্রদায়, শ্রীভূমির গোবিন্দ সম্প্রদায়, রামঠাকুর সম্প্রদায় এবং মহাপ্রভুসম্প্রদায়ের কীর্তনীয়া দল। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ঘুংঘুর শ্রী রামমন্দির সেবাশ কমিটির সভাপতি বিমল কুমার দাস, সম্পাদক রানারঞ্জন শুক্লবৈদ্য, সহ-সম্পাদক সুমন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুশান্ত দেব এবং কীর্তন পরিচালনা কমিটির সভাপতি সঞ্জীব কুমারদাস, সম্পাদক শুভ্র দেব, কোষাধ্যক্ষ রাজু বিশ্বাস। এছাড়াও সহযোগিতা করেন দেবাশিস ভৌমিক, পিংকু দাস, সোয়েল দেব, বিশ্বজিৎ দাস, দেবাশিস দাস প্রমুখ।

রবিবার বিকেলে শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে ত্রিধারা যুব সংঘের উদ্যোগে শ্রীরাম আদলে তৈরি মূর্তিকে ঘোড়া-গাড়িতে সজ্জিত করে, বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ঘুংঘুর শ্রীরাম মন্দিরে পৌঁছানো হয়। মিছিলে অংশ নেয় ছোট ছেলেমেয়েরা রাম, লক্ষ্মণ ও সীতা সেজে। ২১ জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। ২২ জানুয়ারি বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরামের মূর্তিতে বৈদিক শাস্ত্রানুসারে পূজা-অর্চনা করা হয় এবং শত শত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীরাম মন্দিরে আয়োজিত এই পূজা ও সংকীর্তন স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ঘুংঘুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উদযাপন
ঘুংঘুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উদযাপন

Author

Spread the News