কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের চতুর্থ তম বর্ষপূর্তি পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলস্থিত কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের চতুর্থ তম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা উৎসাহ ও উদ্দীপনার মধ্য পালন করেন সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে প্রথমে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চতুর্থ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন পরিচালন অধিকর্তা অনিকেন্দ্র দাস চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষা কানন দাস চৌধুরী প্রমুখ।

বক্তব্যে অনিকেন্দ্র দাস চৌধুরী বলেন, যেকোনও স্কুলের ঐতিহ্য হলো পড়ুয়া ছাত্রছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষকেরা। শিক্ষককেরা হলো বাস্তবিক অর্থে একটি দেশের ও সমাজের মেরুদন্ড। শিক্ষার গ্ৰহনের সাথে-সাথে একজন ছাত্রছাত্রীকে দেশপ্রেমিক, হওয়াটা একান্ত প্রয়োজন।একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছেলে বা মেয়ে সুন্দর ও সুষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রত্যেক ছেলে ও মেয়েদের পুঁথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষা গ্ৰহনের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

পরবর্তী সময়ে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা গুরখা- দুখা নিবারক সমিতির সভাপতি বিজয় সোনার, দীপক সোনার, সুরজ লিম্বু, ডাঃ কল্পনা দাস, ববিতা রায়, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নিকিতা দাস।নৃত্য পরিবেশন লক্ষ্মী সিনহা ও বিথীকা সিনহা, সংগীত পরিবেশন করেন এই অঞ্চলে বিশিষ্ট সংগীত শিল্পী নীতিশরঞ্জন দাস ও তবলায় ছিলেন রত্নজয় নাথ এবং সহযোগীতায় ছিলেন পরিমল দাস, অঙ্কিতা রক্ষিত, বিজয় দেব সহ আরো অন্যান্য শিক্ষক ও শিক্ষিরা।

কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের চতুর্থ তম বর্ষপূর্তি পালন
কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের চতুর্থ তম বর্ষপূর্তি পালন

Author

Spread the News