কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : মর্যাদা সহকারে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে।

শিলচর নবজ্যোতি ফাউন্ডেশন : ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল শিলচর নবজ্যোতি ফাউন্ডেশন। সকাল ৭ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন ফাউন্ডেশনের সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। তিনি বক্তব্যে বলেন, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উভয়ই কিন্তু ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বাধীনতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আমাদের স্বাধীনতার জন্য ঠিক কী ত্যাগ স্বীকার করেছি, কোন কোন মহান দেশপ্রেমিকদের স্মরণে রেখেছি এবং প্রজাতন্ত্র দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা মনে করিয়ে দিয়ে যায়। এদিন এই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত  নেশাসক্তদের মধ্যে ক্যারাম ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিল্টু দাস, বিকি রায়, শাহিদ আহমেদ, রাজীব দেব, রূপক দাস, বাপ্পন মজুমদার সহ অন্যান্যরা।

কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

আশা (এ-হোপ) ফাউন্ডেশন : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর মাছিমপুর রোডের আশা (এ-হোপ) ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে নানান কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের ৭৬ তম গনতন্ত্র দিবস পালন করা হয়। এদিন প্রথমে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গনে সকালে ভারতের ত্রিরঙ্গা পতাকা উত্তোলন করেন সম্পাদক সঞ্জীব দেব। এরপর চিকিৎসারত নেশাসক্তদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বক্তব্যে সঞ্জীব দেব বলেন, এই ২৬ জানুয়ারি দিন সংবিধানই ভারতের নাগরিকদের এক সূত্রে বাঁধে, তাই এই দিনটি আমাদের জন্য অনেক বিশেষ। সংবিধান সেই দলিল যা বলে ভারত সরকার কিভাবে কাজ করে এবং এই দেশের নাগরিকদের কি অধিকার এবং কর্তব্য, এই দিনটি ভারতে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সজল দেব, কোষাধ্যক্ষ নিরঞ্জন দাস, সাধারণ সম্পাদক চম্পক পোদ্দার, সহ-সম্পাদক শুভজিৎ সিনহা, কার্যকরী সদস্য গোপিকা রঞ্জন দাস, প্রাণতোষ দাস গুপ্ত সহ আরো অন্যান্যরা।

কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি : ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে। সোনাই রোডে লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটিতে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সকাল সাড়ে সাতটায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশারীদের মধ্যে ক্যারাম, দাবা, লড্ডু প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রাইজ বিতরণ করা হয়। বক্তব্য রাখেন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর কেএইচ ধরেন্দ্র সিংহ। উপস্থিত ছিলেন সভাপতি সাজানুল হক বড়ভূইয়া, সম্পাদক গুড্ডু সিং, বড়ুয়া দেববর্মা, জায়েদ লস্কর, জেমস চড়াই, তপজ্যোতি সেন সহ আরো অন্যান্যরা।

কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন : শ্রীকোণার বাংলাঘাটের টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন প্রথমে ফাউন্ডেশনের উপস্থিত সদস্যরা ভারতের জাতীয় পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করেন সকাল ৭টা ৩০ মিনিটে। এদিন টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের সম্পাদক দীপ ভট্টাচার্য বলেন, আজকের এই পবিত্র দিনে সর্বপ্রথম নেশামুক্ত থাকার জন্য আমাদের শপথ নেওয়ার প্রয়োজন রয়েছে। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সুরদ্বীপ চন্দ, মৈনাক দেব, মৈনাক্য দাস, গৌতম গোস্বামী, রতন দেব সহ অন্যান্যরা।

কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন
কাছাড়ের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রজাতন্ত্র দিবস পালন

Author

Spread the News