কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে দেশভক্ত তরুণরাম ফুকন দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, অসমের গর্ব, দেশভক্ত তরুণরাম ফুকনের ৮৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভরে উদযাপন করল কাছাড় জেলা প্রশাসন ও তথ্য ও জনসংযোগ অধিদপ্তরের বরাক উপ-অঞ্চলীয় দপ্তর, শিলচর। সোমবার জেলা কমিশনার কার্যালয় চত্বরে তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট নাগরিকরা।
জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, তরুণরাম ফুকন ছিলেন সত্য, আত্মত্যাগ ও আদর্শ নেতৃত্বের প্রতীক। তিনি কেবল একটি সময়ের নেতা ছিলেন না, বরং তাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তাঁর জীবন আমাদের শেখায় কীভাবে নৈতিকতা, সংস্কার, ও সাহসিকতা নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবীস। তিনি তাঁর ভাষণে বলেন, তরুণরাম ফুকনের চিন্তাধারা ও অবদান অসমের সমাজ ও রাজনীতিতে এক নবজাগরণ এনেছিল। বর্তমান প্রজন্মের উচিত তাঁর জীবনচরিত জানার মাধ্যমে আত্মপরিচয় গড়ে তোলা।

সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত উপ সঞ্চালক তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর দীপা দাস।বলেন, এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র ইতিহাস স্মরণের নয়, বরং একটি মূল্যবোধভিত্তিক ভবিষ্যৎ গঠনের মাধ্যম। তরুণ রাম ফুকনের মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগ ও আদর্শ আমাদের প্রশাসনিক ও সামাজিক জীবনের পথপ্রদর্শক হওয়া উচিত।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন জিসি. কলেজের অসমিয়া বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফ হেসেন। তিনি বলেন, তরুণরাম ফুকন কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন এক সৃজনশীল সাহিত্যিক ও চিন্তাশীল বিপ্লবী, যাঁর কবিতা, বক্তব্য ও দৃষ্টিভঙ্গি সমকালীন সমাজকে জাগ্রত করেছিল। এ ছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক দীপঙ্কর ঘোষ, আইনজীবী পঞ্চমী নাথ, তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপার্না সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত ও জেলা সমাজকল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী; কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ; মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. শান্তনু দাস এবং রাধামাধব কলেজের অধ্যাপক ড. বিধান বর্মণ। সকলে এক মিনিট নীরবতা পালন করেন ও আলোচনায় অংশ নিয়ে তরুণ রাম ফুকনের জীবন ও দর্শনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
