কৃষ্ণেন্দু পালকে গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী করায় সিসি ক্লাবের সদস্যরা খুশি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শ্রীভূমি জেলার শরীফনগর সিসি ক্লাবের সদস্য প্রাক্তন স্টার ক্রিকেটার তথা পাথারকান্দির টানা দু’বারের বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্য সরকারের পশুপালন, মীন বিভাগ ও পিডব্লিউডি এর মত গুরুত্বপূর্ণ দপ্তর প্রদান করে মন্ত্রী রূপে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন শরীফনগর কসমোকালচারের ক্লাবের (সিসি ক্লাব) কর্মকর্তারা। ক্লাবের সভাপতি খয়রুল আলম চৌধুরী এক বিবৃতিতে বলেন, সীমান্তের পিছিয়ে পড়া এই জেলায় অনেকদিন পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন যোগ্য ও সমাজ দরদী, মানবপ্রেমী, বিচক্ষণ উপযুক্ত নেতা কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী হিসাবে নির্বাচিত করায় রাজ্যের সব জায়গার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাও আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সিসি ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জিহাদ চৌধুরী, জহিরুল আলম চৌধুরী, পাপ্পু চৌধুরী, মামনুন চৌধুরী, মামন চৌধুরী, মুসলে আহমেদ চৌধুরী, উপদেষ্টা ছালেহ আহমেদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী ফখরুল আলম চৌধুরী, আমিনুল হক চৌধুরী, আব্দুস সালাম, লাবু মিয়া, সাব্বির আহমেদ চৌধুরী সহ সবাই সিসি ক্লাবের একজন প্রাক্তন খেলোয়াড় তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন জ্ঞাপন করে নতুন কেবিনেট মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
