গাড়ি আটকে টাকা লুটপাট, মারধর-ভাঙচুর কালীগঞ্জে
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : দুষ্কৃতিরা গাড়ি আটকে দুই ব্যক্তিকে মারধর করে ছিনিয়ে নিল নগদ চার লক্ষ টাকা। এই ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে কালীগঞ্জের ক্ষুদ্রাকান্দি তেমাথায়। টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
জানা গেছে, ক্ষুদ্রাকান্দির ব্যবসায়ী ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য গাড়িতে করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দেয় এবং প্রথমে গাড়ি ভাঙচুর করে। পরে চালক ও ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ দিকে, ইমরান সংবাদ মাধ্যমে জানান, কিছুদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতীরা তাঁকে হুমকি ধমকি দিয়ে আসছে। আজ তিনি বিষয়টি আঁচ করতে পেরে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তিনি তাঁর ম্যানেজারকে পাঠিয়ে ছিলেন। তিনি বলেন, দুষ্কৃতিরা গাড়িতে তাকে ভেবে হামলা চালায় এবং নগদ টাকাগুলো লুটপাট করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ১২জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ।

ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে কালীগঞ্জে ছুটে আসেন সদর থানার ওসি বিকে ছেত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ইমরান ও দেবাঞ্জন এদিন জেলা পুলিশ সুপারের কাছে ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

