ক্যান্সার সচেতনতা কর্মসূচি অসম রাইফলসের
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : আসাম রাইফলস মণিপুরের তামেংলং জেলার কাইমাই এলাকায় ক্যান্সার বিরোধী একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণকে ক্যান্সার সম্পর্কে সচেতন করা, বিশেষ করে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, প্রতিরোধ এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে অবহিত করা।
কর্মসূচির অংশ হিসেবে একটি বিস্তৃত সচেতনতা সেশন পরিচালিত হয়, যেখানে ক্যান্সারের কারণ, উপসর্গ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। একজন অভিজ্ঞ চিকিৎসা আধিকারিক এই সেশনে বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও তাদের উদ্বেগ দূর করেন।
তামেংলং জেলায় অসম রাইফলস দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এই ক্যান্সার সচেতনতা কর্মসূচি তাদের সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ, যার মাধ্যমে তারা এলাকার মানুষের সুস্থতা ও কল্যাণে অবদান রাখছে।