ছোট দুধপাতিলে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বিশ্ব ক্যান্সার মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং শিলচর ক্যান্সার সেন্টারের যৌথ উদ্যোগে পূর্ব পাড়া, ছোট দুধপাতিলে সাধারণ মানুষের মধ্যে বিশেষত মহিলাদের নিয়ে এক ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ আয়োজন করে।এটি ছিল ক্লাবের এই মাসের তৃতীয় ক্যান্সার সচেতনতা কর্মসূচি, যা ফেব্রুয়ারি মাসের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

শিলচর ক্যান্সার সেন্টারের পক্ষে বিশিষ্ট ওরাল ও ডেন্টাল সার্জন ডাঃ মনোজিত বণিক ক্যান্সারের বিভিন্ন দিক, কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং সার্ভিকাল ক্যান্সার সম্পর্কেও একটি তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া, সেন্টারের সহায়ক জিএনএম স্টাফ নার্স এলিজাবেথ বেগম ক্যান্সার পরীক্ষার বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে স্তন ক্যান্সার পরীক্ষার পদ্ধতি, প্রদর্শন করেন।এছাড়াও, একটি ইন্টারএক্টিভ সেশন অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলারা ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার সুযোগ পান। ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায় ও সন্দীপ শীল উপস্থিত ছিলেন।

ছোট দুধপাতিলে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

প্রকল্পটির সহযোগী সংগঠন ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ ছোট দুধপাতিল জিপি কমিটির পক্ষে সভাপতি গণেশ মণ্ডল, সাধারণ সম্পাদক মনোজ কালোয়ার, লিজা বিশ্বাস, রুমা রবিদাস এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।ইয়াসি-এর উপদেষ্টা বিজয় বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমন একটি সচেতনতা কর্মসূচি আয়োজনের জন্য ক্লাব ভ্যালি ভিউ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছোট দুধপাতিলে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র
ছোট দুধপাতিলে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ শিলচর ভ্যালি ভিউ-র

Author

Spread the News