ক্যান্সার সচেতনতা কার্য্যক্রম রাধামাধব কলেজে


বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বুধবার লিও ডিস্ট্রিক্ট ৩২২ জি-এর রিজন চেয়ারপার্সন ২- লিও সোয়েতা দে র উদ্যোগে এবং লায়ন্স ৩২২ জি-এর রিজন চেয়ারপার্সন-৪ লায়ন সব্যসাচী রুদ্র গুপ্তের সহায়তায় শিলচর রাধামাধব কলেজ কনফারেন্স হলে ক্যান্সার সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এদিনের সচেতনতা সেশন সফল ভাবে পরিচালনা করতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়েছে কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং শিলচর রাধামাধব কলেজের স্টুডেন্টস হেলথ সেন্টার। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও কলেজ পরিবারের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা। 

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে তা নিরাময়যোগ্য হতে পারে : ডাঃ শুভদ্রা

এদিনের সচেতনতা সেশনের মূখ্য বক্তা ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের চিকিৎসক ডাঃ শুভদ্রা গোয়ালা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রভাব, এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জানান, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওবেসিটি এবং শারীরিক নিষ্ক্রিয়তা ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। ডাঃ শুভদ্রা আরো জানান, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এটি নিরাময়যোগ্য হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। 

ক্যান্সার সচেতনতা কার্য্যক্রম রাধামাধব কলেজে

লিও ডিস্ট্রিক্ট ৩২২ জি-এর রিজন চেয়ারপার্সন ২ সোয়েতা দে বলেন, সমাজে ক্যান্সার সম্পর্কে সচেতনতা এখনো অনেক কম। এই ধরণের  উদ্যোগের মাধ্যমে উনারা শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে সমাজের প্রতিটি মানুষের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত করতে চান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত লায়ন্স ৩২২ জি-এর রিজন চেয়ারপার্সন লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন। তার সঙ্গে বিশ্ব ক্যান্সার দিবস কি এবং কেন পালন করাহয় এই বিষয় নিয়ে তিনি একটি সংক্ষিপ্ত বক্ত্যব্য রাখেন। তাঁর এই বক্তব্যে কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিনিধি বলেন, “সচেতনতা বৃদ্ধি পেলে অনেক মানুষ সময়মতো চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবেন।” কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায় তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে লিও এবং লায়ন্স-দের কার্যসূচি নিয়ে কথা বলেন এবং সেই সঙ্গে কলেজে এধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের সঙ্গে কাছাড় ক্যান্সার হাসপাতালকেও সাধুবাদ জানান।

ক্যান্সার সচেতনতা কার্য্যক্রম রাধামাধব কলেজে

ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার এর কো-অর্ডিনেটর তথা আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালী চৌধুরী । এদিন রাধামাধব কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে সেশনে অংশ নেয় এবং ক্যান্সার সম্পর্কে নিজেদের প্রশ্নগুলো বিশেষজ্ঞের সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ইন্টারেক্টিভ সেশনও পরিচালনা করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডঃ শুভদ্রা গোয়ালা। এই সেশনে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩২২ জি এর সহ সভাপতি লিও লায়ন শ্রীময় ভট্টাচার্য, জোন চেয়ারপারসন ৪ লিও লায়ন শান্তনু গৌর, লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সভানেত্রী লায়ন লাকী দাস, লিও ক্লাব অফ লক্ষ্মীপুরের সভানেত্রী লিও লায়ন শর্মিষ্ঠা মালাকার, লিও ক্লাব অফ শিলচর কেয়ার এর সভাপতি লিও নিরুপম দাস, লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের সভাপতি লিও লায়ন শুভ চক্রবর্তী এবং লিও ও লায়ন্সর অন্যান্য সদস্য এবং সদস্যা বৃন্দ।

ক্যান্সার সচেতনতা কার্য্যক্রম রাধামাধব কলেজে

এই সফল ক্যান্সার সচেতনতা সেশন রাধামাধব কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা এই ধরনের কার্যক্রম আরও বেশি আয়োজনের আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতা কর্মসূচি পরিচালিত হবে, যাতে সমাজের প্রতিটি মানুষ ক্যান্সার সম্পর্কে সচেতন হয়ে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ড. স্বর্ণালী রায় চৌধুরী।  উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Author

Spread the News