ব্যায়াম অনুশীলনের মাধ্যমে হাইপার টেনশন এড়ানোর আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ মে : হাইলাকান্দি জেলায় শনিবার বিশ্ব হাইপারটেনশন দিবস পালন করা হয়। এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভাগীয় কনফারেন্স হলে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এডিসি লাইরহলু খেনতে-র পৌরোহিত্যে আলোচনা চক্রে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ অলকানন্দ নাথ এবং  ডাঃ দেবাশিস খারিসগাপসা, ডাঃ কে টি এস রঙমাই প্রমুখ ভোগবাদী জীবনশৈলী ত্যাগ করে, খাদ্য-আহারের উপর লাগাম টেনে এবং যোগব্যায়াম ইত্যাদির মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাইপারটেনশন এড়ানো যায় বলে অভিমত প্রকাশ করেন। আলোচনা চক্রে আশা কর্মীরাও অংশ নেন।

ব্যায়াম অনুশীলনের মাধ্যমে হাইপার টেনশন এড়ানোর আহ্বান

এই উপলক্ষে গভমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া ৪০ জন ছাত্রছাত্রীকে  স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশংসা পত্র তুলে দেওয়া হয়। এছাড়া দিনটি পালন উপলক্ষে হাইলাকান্দি শহরে শনিবার একটি শোভাযাত্রাও বের করা হয়।

ব্যায়াম অনুশীলনের মাধ্যমে হাইপার টেনশন এড়ানোর আহ্বান
Spread the News
error: Content is protected !!