জুবিনের আত্মার চিরশান্তি কামনা করে পোয়ামক্কা দরগায় প্রার্থনা, রিপোর্টে সিজারের তথ্য নেই
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা হাজোর পোয়ামক্কা দরগায় মুসলিম লোকদের। শনিবার ধর্মীয় পড়াশোনার পর জুবিনের আত্মার চিরশান্তি কামনা করে দোয়া করা হয়। আগামী তিন দিন ধরে পোয়ামক্কা দরগায় চলবে গণ প্রার্থনা।
এ দিকে, জনপ্রিয় শিল্পী জুবিনের মরণোত্তর দেহের পরীক্ষা সম্পূর্ণ হয় শনিবার সকাল দিকে। মরণোত্তর রিপোর্ট অনুযায়ী সিজারের কোনও তথ্য নেই। রিপোর্টে জলে ডুবে মৃত্যু ঘটে বলে উল্লেখ্য রয়েছে।