কাছাড়ে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা স্থগিত : এসপি
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : শিলচরে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ কথা জানালেন পুলিশ সুপার নোমল মাহাতো। বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা। শিলচরে প্রতিকূল আবহাওয়ার কারণে শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার্থীরা সকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শারীরিক পরীক্ষার জন্য জড়ো হন।
তবে প্রতিকূল আবহাওয়ার দরুন শারীরিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো।

