ব্যবসায়ী খুন : পুড়ল ঘর-গির্জা-স্কুল জিরিবামে, নিখোঁজ এক, পরিস্থিতি নিয়ন্ত্রণে
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৭ জুন : ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে মণিপুরের জিরিবাম অঞ্চলে পুড়ল বেশ কয়েকটি আবাস সহ গির্জা ও স্কুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা অঞ্চলে। বৃহস্পতিবার বিকেলে জিরিবাম গুলালতলের বিশিষ্ট ব্যবসায়ী এস শরৎ কুমার সিংহের গলাকাটা লাশ ফাইজল পুঞ্জির পাশের জঙ্গল থেকে উদ্ধারের পর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা জিরিবাম শহরসহ পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজিত জনতা প্রায় ২৫টি গৃহ পুড়িয়ে দিলেন। একইভাবে দু’টি গির্জা ও একটি বেসরকারি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়। পুড়ছে বাড়িঘর। বৃহস্পতিবার রাতে ঘটনাগুলো সংঘটিত হয়। তবে সূত্রের খবর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টহলে রয়েছেন পুলিশ বাহিনীসহ সেনাবাহিনীও।
বৃহস্পতিবার রাতেই এক কুকি নাগরিক নিখোঁজ হয়েছেন। বছর ৫৫ এর এল মুয়াংপাউ ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি জিরিবাম।

উল্লেখ্য, জিরিবাম গুলালতলের ব্যবসায়ী এস শরৎ কুমার সিংহ, (৫৯) বৃহস্পতিবার বিকেলে স্ত্রী ও এক পুত্রকে নিয়ে নিজের রাবার বাগান দেখতে উচারতল যান।সেখানে গিয়ে বাগান গুলো দেখে স্ত্রী এবং পুত্রকে বাড়িতে পাঠিয়ে দেন। তিনি কিছুক্ষণ পরে ফিরছেন বলে জানান। সন্ধ্যা নেমে আসলেও শরতকুমার সিংহ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজখবর। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে আটটা নাগাদ রাবার বাগান থেকে কিছুটা দূরে ফাইজল পুঞ্জির পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে জিরিবাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃতদেহ উদ্ধার করা স্থানের পাশেই কুকি সম্প্রদায়ের মানুষের বসতি রয়েছে। এরপরই সৃষ্টি হয় উত্তেজনা, ভাঙচুর পুড়ানোর মতো অগ্নিগর্ভ পরিস্থিতির।