ব্যবসায়ী হাজি মইন উদ্দিন চৌধুরী প্রয়াত
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : পাথারকান্দির ঝেরঝেরি জিপির কটনপুর গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী হাজি মইন উদ্দিন চৌধুরী আর নেই। বুধবার ভোর ৪-৫৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, তিন ভাই, আট বোন এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মইন উদ্দিন চৌধুরী কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্রায় চার-পাঁচ মাস আগে কাছাড় ক্যান্সার হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয়। এরপর অনেকটাই সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন এবং নিয়মিত চেকআপের মধ্যে ছিলেন। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, পরিবারের সদস্যরা তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। মইন উদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহত্তর কটামনি, নাগ্রা, ঝেরঝেরি, হাতাইয়ারবন্দসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। বুধবার বিকেলে আসরের নামাজের পর হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান মওলানা তাজ উদ্দিন।

উল্লেখ্য, প্রয়াত মইন উদ্দিন চৌধুরী ছিলেন সিটিজেন ফোরামের সভাপতি তথা ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খাইরুল আমিন চৌধুরীর বাবা।