মুখ্যমন্ত্রীর নির্দেশে পাথারকান্দির দোহালিয়া পাহাড়ে বুলডোজার চলল!
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শ্রীভূমি জেলায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে সোমবার সকাল থেকেই পাথারকান্দির দোহালিয়া পাহাড় এলাকায় প্রশাসনের বুলডোজার চলল।
সরকারি জমি দখলমুক্ত করতে আজ ভোর থেকে জেলা প্রশাসন সার্কল প্রশাসন, পুলিশ ও বনবিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই অভিযান। এলাকা জুড়ে টানটান উত্তেজনা, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাথারকান্দির দোহালিয়া তৃতীয় খণ্ড ও ঘিলাইটিকর প্রথম খণ্ডে সরকারি খাস ভূমিতে স্থাপনা ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দোহালিয়া অঞ্চলে আজকের এই উচ্ছেদ অভিযান ঘিরে পুরো পাথারকান্দিতে চরম চাঞ্চল্য প্রশাসনের কড়া নজরদারিতে চলছে পুরো প্রক্রিয়া। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত দু’টি স্থানে চলা উচ্ছেদ অভিযানে সরকারি ভূমি বেদখল মুক্ত করা হয়েছে তা জানা যায়নি।