আজ থেকে বাজেট অধিবেশন

২২ জুলাই : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রবিবার সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার পক্ষ। তৃণমূল ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল সেই বৈঠকে। সেখানে বিরোধীদের প্রস্তাব শোনে কেন্দ্র। আগামী ১২ অগাস্ট পর্যন্ত চলবে অধিবেশন।

আগামীকাল, মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ, সোমবার তিনি আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করতে পারেন বলে খবর। এই অধিবেশনে বেশকিছু বিল পেশ হতে পারে। সাধারণ মানুষের আশা, চড়া মূল্যবৃদ্ধির বাজারে তাঁদের খানিকটা স্বস্তি দিতে ঝুলিতে কিছু দাওয়াই রাখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে লগ্নিকারীরা একটু সংশয়ে। মূলধনী লাভকর নিয়ে নতুন করে নাড়াচাড়া করবেন না তো নির্মলা? আয় বাড়ানোর লক্ষ্যে সম্পদ কর অথবা উত্তরাধিকারী কর বসাবেন না তো? পরিবর্তন যা-ই হোক না কেন তা যদি মানুষের পছন্দ না হয় সরাসরি তার প্রভাব পড়বে শেয়ার বাজারে।

Author

Spread the News