বৈকুণ্ঠধাম আশ্রমে বুদ্ধ পূর্ণিমা পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : প্রতি বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার সারাদিন ব্যাপী নানা ধরনের সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে বুদ্ধপূর্ণিমা দিনটি উদযাপিত হয়। এ দিন শিলচর তারাপুর কালীমোহন রোড স্থিত আশ্রম প্রাঙ্গনে পূজার্চনা সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বৈকুণ্ঠধাম আশ্রমের অধ্যক্ষ বিস্ময়চমক গোস্বামী বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মকে স্মরণ করে। সারা বিশ্বের বৌদ্ধ অনুসারীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে প্রতিফলন, ধ্যান এবং উদারতার কাজ হিসাবে বিবেচনা করা হয়। এই দিনটি বুদ্ধের শিক্ষা উদযাপন করে যার মধ্যে সহানুভূতি, অহিংসা এবং মননশীলতা রয়েছে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা মন্দিরে যাওয়া, প্রার্থনা করা এবং উদারতা অনুশীলন করার মতো আচার-অনুষ্ঠানে জড়িত।