বাকস মিডিয়া ক্রিকেট : জয়ী প্রেস স্ট্রাইকারস

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : বুধবার বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের দ্বিতীয় ম্যাচে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সকে হারায় বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকারস। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকারস সব উইকেট হারিয়ে ৯৮ রান করে। ব্যাট হাতে দু’অংকের রান পান অনিরুদ্ধ লস্কর (১৩), অনির্বান রায় চৌধুরী (১০) এবং মুকুল দাস (১২)। নববার্তার খাইরুল চৌধুরী চার উইকেট পান। জবাবে খেলতে নেমে ৭৫ রানে অল আউট হয়ে যায় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স। তাদের হুমায়ন কবির (২২) এবং নভেন্দু মালাকার (১১) ছাড়া কেউই দু’অংকের রান পাননি। বল হাতে তিন উইকেট নেন ম্যাচের সেরা পান্না সিনহা।

বৃহস্পতিবারও রয়েছে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে অটল প্রেস ফাইটারস খেলবে শিলচর নিউজ রকার্স-র বিরুদ্ধে। বিকেলে প্যারামাউন্ট মিডিয়া পানথার্স মুখোমুখি হবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স-র।

বাকস মিডিয়া ক্রিকেট : জয়ী প্রেস স্ট্রাইকারস
Spread the News
error: Content is protected !!