বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে মুখোমুখি নববার্তা-হাইলাকান্দি

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠল নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স এবং হাইলাকান্দি খবর হিরোজ। শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে হাইলাকান্দি খবর হিরোজ পরাস্ত করে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকর্সকে। ওপর সেমিতে অটল প্রেস ফাইটারসের বিপক্ষে জয় তুলে নেয় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স।

শনিবার সকালের বৃষ্টিতে এস এম দেব স্টেডিয়ামের আউটফিল্ডে জল জমেছিল। সেজন্য ম্যাচটা ১৫-র পরিবর্তে ১২ ওভার করেন আম্পায়াররা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে ছয় উইকেটে ১১৬ রান করে হাইলাকান্দি। তাদের হয়ে ব্যাট হাতে অবদান রাখেন আব্দুল কাইয়ুম (৩৭), বিবেক মালাকার (২৭), রূপক নাথ (১৪), সুমিত বৈদ্য (১৩)। বরাক বুলেটিনের মনীভূষণ চৌধুরী দুটি এবং নীলোৎপল দেব পান তিনটি  উইকেট। জবাবে খেলতে নেমে ৫ উইকেটে ১০২ রান করে বরাক বুলেটিন। একা কুম্ভর মত লড়ে ৪০ রান করেও দলকে জেতাতে পারেননি অনির্বান রায় চৌধুরী। বিধান সেন তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে মুখোমুখি নববার্তা-হাইলাকান্দি

অপর সেমিতে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল অটল প্রেস ফাইটারস। নির্ধারিত ১৫ ওভারে তারা অমলাভ দাশ (৩৮), শিবানন্দ সিং (১৪), দেবাশীষ সোম ( ১৫), জয়দীপ দাস (১৩)। বিপক্ষের পিন্টু শুক্লবৈদ্য দু উইকেট পান। জবাবে খেলতে নেমে হুমায়ুন কবিরের ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলে তিন উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় নববার্তা। হুমায়ুন মাত্র ২৪ বলে ৫৩ করেন। পিন্টুর ব্যাট থেকে আসে ২৪ রান। ম্যান অব দা ম্যাচ হন হুমায়ুন।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে মুখোমুখি নববার্তা-হাইলাকান্দি

রবিবার সকাল এগারোটা থেকে শুরু হবে ফাইনাল। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচাৰ্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড় সহ স্পনসর বুন্দের আধিকারিকরা। ফাইনালে সবার উপস্থিতি কামনা করেছেন বাকস কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম।

Author

Spread the News