বাকসের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নয়া সভাপতি রতন ও সচিব শুভেন্দু
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক অনুষ্ঠিত হল রবিবার। এদিন নতুন সচিব হলেন শুভেন্দু দাশ। সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয় তাঁকে। শুভেন্দু রবি হাজামের স্থলাভিসিক্ত হলেন। চার বছর দায়িত্ব পালনের পর সংস্থার সংবিধান মেনে নিজ পদ থেকে অব্যাহতি নিয়েছেন রবি।
শহরের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় বাকসের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সম্পাদক রবি হাজামের সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে সভার সূত্রপাত হয়। সভাপতি রতন দেবের পৌরহিত্যে আয়োজিত সভায় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচাৰ্য, রিতেন ভট্টাচাৰ্য, হিতব্রত ভট্টাচাৰ্য, উত্তম কুমার সাহা, অনির্বানজ্যোতি গুপ্ত। সভায় কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বেদব্রত ব্যানার্জির অনুপস্থিতিতে হিসেব নিকেশের খতিয়ান তুলে ধরেন রবি হাজাম। ঘাটতি পূর্ণ বাজেট পেশ করেন তিনি। এরপর একে একে কাছার এবং শ্রীভূমি জেলার সম্পাদক নিজ নিজ প্রতিবেদন এবং হিসেব তুলে ধরেন। হাইলাকান্দি শাখায় গত তিন বছরে কোনো অনুষ্ঠান হয়নি। তারপর মিডিয়া ক্রিকেট সহ সংস্থার সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হয়। সংবিধান সংশোধনের জন্য তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়। এতে রয়েছেন উত্তমকুমার সাহা, শতানন্দ ভট্টাচাৰ্য এবং দেবাশিস সোম। এদিকে, অন্যান্যদের পাশাপাশি এদিন বাকসের কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন সংস্থার অন্যতম উপদেষ্টা রূদ্রনারায়ণ গুপ্ত।

সভার দ্বিতীয়ভাগে ছিল নতুন কমিটি নির্বাচন। এতে সর্বসম্মতভাবে সভাপতি এবং সচিব নির্বাচিত হন রতন দেব এবং শুভেন্দু দাশ। কেন্দ্রীয় পর্যবেক্ষক হয়েছেন অনির্বাজ্যোতি গুপ্ত। কোষাধ্যক্ষ হন শঙ্করী চৌধুরী। এদিন তিন জেলার শাখা কমিটিও গঠন করা হয়। এছাড়াও কার্যবাহী সদস্যদেরও তালিকা তৈরী করা হয়। মুখপত্র এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ-র দায়িত্ব পালন করবেন তাজ উদ্দিন। বাকসের নতুন কমিটিকে সংবর্ধনা জানান মাস্টার গেমসের সভাপতি চন্দন শর্মা। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বাকসের অন্যতম উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী এবং ধলাই মাতৃভূমি ক্লাবের সভাপতি সিতাংশু দাস।

বাকসর নতুন কমিটি এরকম- কেন্দ্রীয় পর্যবেক্ষক- অনির্বাণজ্যোতি গুপ্ত, সভাপতি রতন দেব, সহ সভাপতি- দেবাশীষ সোম, শতানন্দ ভট্টাচাৰ্য, জাকির হোসেন। সচিব- শুভেন্দু দাশ, সহ সচিব- কিঙ্কর দাস, যীশু শুক্লবৈদ্য, নীলোৎপল দেব। কোষাধ্যক্ষ – শঙ্করী চৌধুরী। কার্যকরী সদস্য- সুদীপ সিং, বিকাশ দে, সঞ্জয় রায়, অভিজিৎ ভট্টাচাৰ্য, রবি হাজাম, অরূপ রতন, সঞ্জয় দাস। মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ- তাজ উদ্দিন।