বাকসায় ১৬৩ ধারা জারি, বন্ধ ইন্টারনেট
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : জুবিন গর্গের মৃত্যুর অভিযুক্তদের ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বাকসা জেলায় ১৬৩ ধারা জারি করে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি জেলাজুড়ে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। অসম পুলিশ যে ‘জুবিন হত্যা মামলা’ রুজু করেছে, তার অপর অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গসহ মোট পাঁচজনকে আদালত কঠোর নিরাপত্তার মধ্যে নতুন, অব্যবহৃত বাকসা জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায়।
এই পাঁচ অভিযুক্তকে বাকসায় নিয়ে যাওয়ার পরপরই সৃষ্টি হয় ভয়াবহ আইনশৃঙ্খলা-জনিত পরিস্থিতি। অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করে।
এই পাথরবৃষ্টিতে প্রায় ১০ জন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। উত্তেজিত জনতা একটি টিভি চ্যানেলের গাড়িও পুড়িয়ে দেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোঁড়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে বিএনএসএস-এর অধীনে ১৬৩ ধারা জারি করা হয়। পাশাপাশি ইন্টারনেট এবং টেলিকম পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

