চলছে বিটিআর পরিষদীয় নির্বাচন
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : আজ বিটিআর (বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন) পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমগ্র বিটিআরের জেলাগুলিতে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য দেখা গেছে। বিটিআরের মোট ৪০টি আসনে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। মোট ৩,৩৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিটিআর নির্বাচনে মোট ৩১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাকসা জেলা থেকে ৫২ জন, চিরাং থেকে ৫৬ জন, কোকরাঝাড় থেকে ১০০ জন, তামুলপুর থেকে ৪০ জন এবং উডালগুড়ি থেকে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোর থেকেই পছন্দের প্রার্থীর সমর্থনে লম্বা লাইন তৈরি করেছেন বিটিআরের ভোটাররা। এদিকে, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সকল কর্মী আগের দিনই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিটিআরে মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৩ হাজার ৩৯৯ জন, মহিলা ভোটার ১৩ লাখ ৩৪ হাজার ৫২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।