বিটিসি-র ২৮ আসন বিপিএফের দখলে, চলছে গণনা

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিটিসি নির্বাচনের ভোটগণনা শনিবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। হাগ্রামা নেতৃত্বাধীন বিপিএফ আবারও বিটিসি-র ক্ষমতায় আসা নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৮টি আসনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি, তবে সূত্রে জানা যায় ২৮টি আসন বিপিএফ জয়লাভ করেছে। বিজেপি ৫, ইউপিপিএল ৭টি আসন দখল করে। জয়ের খাতা খুলতে পারেনি কংগ্রেস।
উল্লেখযোগ্য যে, বিটিসি-তে কিংমেকার হওয়ার লক্ষ্য নিয়ে বিজেপি জোরদার প্রচার অভিযান চালিয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে বিটিআর-এ ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন এবং একের পর এক সভায় অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বরোল্যান্ডের জনগণ সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল।
ঠিক তেমনিভাবে, ক্ষমতায় থাকা ইউপিপিএলকেও এবার বরোল্যান্ডের মানুষ ভরসা করল না। গত নির্বাচনে বিটিআর-এর মানুষ বিপিএফকে উৎখাত করে ইউপিপিএলকে বিজেপির সঙ্গে জোটবদ্ধ করে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু এবার বড়োভূমির মানুষ আবারও বিপিএফ-এর উপর আস্থা প্রকাশ করেছে।
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর বিটিআর নির্বাচন ছিল গৌরব গগৈয়ের প্রথম পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় ব্যর্থ হলেন গৌরব গগৈ। কোনও দলের সঙ্গে জোট না করে কংগ্রেস ৪০টি আসনেই প্রার্থী দিয়েছিল, যদিও একটি আসনেও এগোতে সক্ষম হয়নি। এক কথায়, কংগ্রেসের নাম অগ্রগতির তালিকাতেই উঠল না।