করিমগঞ্জে কাঁটা তারের বাইরে লাফাসাইল গ্রামে স্বাস্থ্য শিবির বিএসএফের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ জুন : করিমগঞ্জে বন্যার কবল থেকে আপাতত কিছুটা রেহাই মিলল। লঙ্গাই ও সিংলা নদীর জলস্তর বিপদসীমার নীচে এল। ঘরবাড়ি থেকে বন্যার জল নেমে গেলেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকায়। বন্যাকবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখে দিয়েছে। সেই সঙ্গে বানভাসি অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে সীমান্তবাসীর মধ্যে স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিএসএফ-এর ১৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে। 

রবিবার জলমগ্ন কাঁটা তারের বাইরে থাকা উত্তর লাফাসাইল গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানে অবস্থানরত ৬৬ টি পরিবারের মধ্যে ২০০ এর বেশি লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিএসএফ-এর পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় শিবিরে। স্বাস্থ্য পরীক্ষা করেন বিএসএফ-এর চিকিৎসক অ্যাসিস্টেন্ট কমাডেন্ট ডাঃ দিব্যা। উপস্থিত ছিলেন ১৬ নম্বর ব্যাটালিয়ন সেকেন্ড-ইন-কমান্ড অরুণ কুমার, লক্ষীবাজার বিওপি কোম্পানি কমান্ডার অনিল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।

করিমগঞ্জে কাঁটা তারের বাইরে লাফাসাইল গ্রামে স্বাস্থ্য শিবির বিএসএফের

বিএসএফ কমাডেন্ট সঞ্জয় কুমার জানান, বন্যার কবলে সীমান্তের বেশ কয়েকটি গ্রাম। ঘরবাড়িতে বন্যার জল ঢোকার কারনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বন্যাকবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখা দিতে পারে। সেই সঙ্গে বানভাসি অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিএসএফের তরফ থেকে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ করার কার্যসূচি হাতে নেওয়া হয়। রবিবার থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সীমান্তবর্তী গ্রামে বিএসএফের স্বাস্থ্য শিবির চলবে।

Author

Spread the News