শ্রীভূমি সীমান্তে ইয়াবা সহ এক বাংলাদেশি আটক করল বিএসএফ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মাদকমুক্ত দেশ গড়তে অসম পুলিশ, আসাম রাইফেলস, বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিদিন তাদের তৎপরতায় রাজ্যের কোন না কোন প্রান্তে মাদকসহ পাচারকারী আটক হচ্ছে। অনুরূপভাবে মঙ্গলবার ইন্দো-বাংলার শ্রীভূমির সীমান্তে মাদকসহ এক বাংলাদেশি পাচারকারী বিএসএফের জালে ধরা পড়েছে।
জানা যায়, মঙ্গলবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, এমঅ্যান্ডসি ফ্রন্টিয়ারের অধীন সেক্টর শিলচরের ১৬ নম্বর বিএসএফ জওয়ানরা শ্রীভূমি সীমান্ত এলাকা থেকে ২২,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। পাশাপাশি বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেন। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল ৩.৩ কোটি হবে।