শ্রীভূমি শহরে ফেন্সিডিল বাজেয়াপ্ত বিএসএফের, পলাতক চালক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শ্রীভূমি শহরে কয়েক লক্ষাধিক টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত করল বিএসএফ। শুক্রবার রাতে গোপন খবরের উপর ভিত্তি করে ১৬ বিএন বিএসএফের জওয়ানরা সুতারকান্দি রোডের বটরশি থেকে এএস ১১ এএ ৮৮৮৪ নম্বরের গাড়িটি পিছু ধাওয়া করে শহরের এওসি পয়েন্টের সামনে ট্রাফিক পুলিশ গাড়িটির গতিরোধ করলে চালক গাড়ি থেকে পালিয়ে যায়। পেছনে থাকা বিএসএফ জওয়ানরা উপস্থিত হয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কার্টন ফেন্সিডিল জব্দ করে। গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ি থেকে গাড়িচালকের প্যান কার্ড বাজেয়াপ্ত করে বিএসএফের কর্মকর্তারা

উদ্ধারের পর ফেন্সিডিলের কার্টন ও বাজেয়াপ্ত গাড়িটি শ্রীভূমি সদর থানার পুলিশ কাছে সমঝে দেয় বিএসএফের কর্মকর্তারা।

শ্রীভূমি শহরে ফেন্সিডিল বাজেয়াপ্ত বিএসএফের, পলাতক চালক

Author

Spread the News