৭৫ বছরের বৃদ্ধের উপর নৃশংস হামলা, আট দিনেও গ্রেফতার নেই, ক্ষোভে ফুঁসছে পেকুরগ্রামবাসী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দিনদুপুরে ৭৫ বছরের বৃদ্ধকে অপহরণ করে মারধর, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জনতা। এমন কাণ্ডটি সংঘটিত হয় পাথারকান্দি থানার অধীন পেকুরগ্রামে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভের সঞ্চার হয়েছে। হামলার শিকার কমলাকান্ত সিনহা বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ১৩ অক্টোবর বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটতে হাঁটতে হাজারিচক গ্রামের নিকটে পৌঁছামাত্রই নয়াডহর গ্রামের টিকেন্দ্রজিত শর্মার পুত্র অনিল শর্মা হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেয়। পরে নিজের দোকানের সামনে এনে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে অভিযুক্ত। এরপরও ক্ষান্ত না হয়ে বৃদ্ধকে টেনে নিয়ে পাশের একটি মন্দিরের খুঁটিতে বেধে আবারও বর্বরোচিতভাবে প্রহার চালায় বলে অভিযোগ।

ঘটনাটি সন্ধ্যার পর হওয়ায় স্থানীয়দের চোখ এড়িয়ে যায়। তবে হামলাকারীর আত্মীয় বিপিন শর্মা ঘটনাস্থলে ছুটে এসে কমলাকান্ত সিনহার বাঁধন খুলে দেন। পরে তাঁর ভাই বিষ্ণু শর্মা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতাল, পরবর্তীতে করিমগঞ্জ সিভিল হাসপাতাল হয়ে শিলচর মেডিক‌্যাল কলেজে স্থানান্তর করা হয়।

পরিবারের পক্ষ থেকে ঘটনার পরই পাথারকান্দি থানায় লিখিত এজাহার দাখিল করা হলেও ঘটনার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা। তাঁদের অভিযোগ — একজন বৃদ্ধকে অপহরণ করে প্রকাশ্যে এভাবে মারধর করার পরও অভিযুক্তকে আড়াল করছে পুলিশ।

স্থানীয় জনগণ অবিলম্বে অভিযুক্ত অনিল শর্মাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে বলেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Spread the News
error: Content is protected !!