ঘুষ : গ্রেফতার ভিডিও-সিও
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : ঘুষ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তাদের হাতে ধরা পড়লেন এক ভিডিও-সিও। মঙ্গলবার দরং জেলার দলগাঁও থানার অধীন ভিলেজ ডিফেন্স অর্গানাইজেশনের সিও কুশল মেধিকে গ্রেফতার করা হয়। চক্রগাঁওয়ে ফাঁদ ফেলে এবং ভিডিপি নিবন্ধনের ক্ষেত্রে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় কুশল মেধিকে গ্রেফতার করেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা।
মেধি চক্র সংগঠক মুজাম্মেল হক নামের একজনের কাছ থেকে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়।