ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বন আধিকারিক

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার আধিকারিকদের ফাঁদে আটকা পড়লেন বন বিভাগের এক আধিকারিক। শনিবার দরং জেলার সিপাজারে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়া বন আধিকারিক হলেন জেলার কুরুয়া বন রেঞ্জের ফরেস্টার আমিনুর রহমান।

বন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্র্যাক্টর ও ডাম্বার মালিকদের মাটি খনন করার জন্য মাসে ৩০ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। এই অভিযোগ পেয়ে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বন আধিকারিক

Author

Spread the News