বিশফুটিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির মেডিক্যাল ক্যাম্প

বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচরের বিশফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার ও আরণ্যক, শিলচর। এই উপলক্ষে বিশফুটির কমিউনিটি হলে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৭০ জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ওষুধ তুলে দেওয়া হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষে অনন্যা দত্ত, সাবির আহমেদ মাঝারভূইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্যক, শিলচর এর তুতন দাস জানান তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেবত্তম চন্দ ও ডাঃ সায়ন লস্কর।

এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন কিষান দাস, আপনলাল দাস, প্রেমানন্দ দাস এবং প্রমীলা বৈঞ্চব। স্থানীয় বাসিন্দা অনিল দাস ও স্বপন চৌধুরী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিলচরের বিশফুটিতে বাংলা ঘাটের স্লুইস গেট বন্ধ হয়ে গেলে শহরের জমা জলে সে এলাকা প্লাবিত হয় এবং বহু দিন এই জল আটকে থাকে। ফলে জলবাহিত ও নোংরা জলজনিত রোগে আক্রান্ত হন স্থানীয় জনগণ। উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেতুকান্দিতে আরেকটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Author

Spread the News