বিআর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন কাছাড় বিজেপির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : ড. ভিমরাও আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবসকে মহাপরিনির্বাণ তিথি হিসেবে পালন করল কাছাড় জেলা বিজেপি। শুক্রবার উন্নয়ন ভবনের সামনে থাকা বাবাসাহেবের মুর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন দলীয় কর্মীরা। এরপর গান্ধী ভবনে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে ভিমরাও আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দর্শানো পথে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুসুচিত বোর্ডের চেয়ারপারসন মুন স্বর্নকার, কবি-সাংবাদিক অতীন দাশ সহ বিজেপির কেন্দ্রীয় অনুসুচিত জাতি-মোর্চার সম্পাদক নিরুপম দাস, রাজ্য সহ-সভাপতি প্রকাশচন্দ্র দাস ও অমলেন্দু দাস, অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নির্মল হাজারিকা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস,ও অভ্রজিৎ চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা।
