বাঙালিদের প্রতি বিজেপির অবজ্ঞা ও দমননীতি বিটিসি নির্বাচনে বিপিএফের সাফল্য : বিডিএফ

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিপিএফ দল। হিন্দু- মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা ও দমননীতি এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বিটিসি নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনৈতিক দলগুলোকে ভোট না দিয়ে বড়োল্যান্ডের স্থানীয় দলকে ভোট দেবার জন্য তিনি বড়োল্যান্ডের বাঙালিদের অনুরোধ জানিয়েছিলেন। বাঙালিরা সেই অনুযায়ী ভোট দিয়েছেন বলে তিনি এদিন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিগত শাসনকালে বিজেপি দল বাঙালি হিন্দুদের জন্য কাজের কাজ কিছুই করেনি। যে দলকে উজাড় করে ভোট দিয়ে বাঙালি হিন্দুরা নির্বাচিত করেছিলেন তাঁদেরই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে বিজেপি সরকার। অমে বাঙালিদের সংখ্যা প্রায় এক কোটি। কিন্তু বিগত যে দেড়লাখ নিযুক্তি দেওয়া হয়েছে তাঁতে বাঙালিদের সংখ্যা খুবই নগন্য। বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রকের সবুজ সংকেত স্বত্তেও ভাষা শহিদ স্টেশন ‘নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে অনিচ্ছুক এই সরকার।

এছাড়া নাগরিকত্বের নামে বাঙালিদের হেনস্থা চলছেই। মুখ্যমন্ত্রী এই ইস্যুতে প্রতিবারই বিভিন্ন কথা বলে বাঙালিদের বিভ্রান্ত করে চলেছেন। প্রকৃত সমাধানের কোন উদ্যোগ নেই। এছাড়া, পুনর্বাসনের ব্যবস্থা না করে যথেচ্ছ এবং অমানবিক উচ্ছেদ, বাঙালিদের বাংলাদেশি বলে অপমান ইত্যাদির মাধ্যমে রাজ্যের বাঙালিদের কোনঠাসা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এসবের প্রতিক্রিয়ায়ই বড়োল্যান্ডে এবার বাঙালি ভোটাররা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তিনি বলেন, ২০২৬ এর নির্বাচনেও বোরোল্যান্ড তথা সমগ্র রাজ্যের বাঙালিরা একই ভূমিকা নেবেন বলে তিনি আশাবাদী।

প্রদীপ দত্তরায় এদিন নির্বাচনী সাফল্যের জন্য হাগ্রামা মহিলারিকে অভিনন্দন জানিয়ে ত বাঙালি সহ বড়োল্যান্ডের সমস্ত জাতি জনগোষ্ঠীর উন্নয়নে সদর্থক ভূমিকা পালনের জন্য তাঁকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়াত বোডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনে তার সহযোগিতার জন্য সমস্ত বরাকবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, প্রয়াত উপেন্দ্রনাথ ব্রহ্ম বোরো ল্যান্ডের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা সাকার করতে পারে একমাত্র স্থানীয় দল , কোন জাতীয় রাজনৈতিক দল নয়। তাই হাগ্রামা মহিলারিকে নির্বাচনী সাফল্যের জন্য এদিন উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন তিনি।

Spread the News
error: Content is protected !!