বিবেকানন্দের জীবনী সম্পর্কিত পুস্তক বিতরণ ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে শনিবার ইটখোলা চৈতন্য নগর অঞ্চলে ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী সম্পর্কৃত পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শাখার সম্পাদক শংকর সরকার উপস্থিত সবার সামনে ভারত বিকাশ পরিষদের উদ্দেশ্য ব্যাখা করেন। দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী জানান যে সংস্কৃতি সপ্তাহ হল ভারত বিকাশ পরিষদ (BVP) কর্তৃক আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান যা ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ প্রচার, জনসাধারণের সাথে যোগাযোগ সৃষ্টি এবং পরিষদের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিচালিত হয়। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য এবং সম্প্রদায়ের মধ্যে সেবার অনুভূতি জাগানোর জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শাখার সংস্কার বিভাগের আহ্বায়ক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী ছাত্রছাত্রীদের সামনে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করেন পরিষদের উত্তরপূর্বাঞ্চলের আঞ্চলিক সম্পাদিকা ড. দর্শনা পাটোয়া আজকের যুগের স্কুলের ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী জানার ব্যপারে আলোকপাত করেন। দক্ষিণ শিলচর শাখার বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে স্বামীজির জীবনী সম্পর্কৃত পুস্তক বিতরণের এই উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান। শাখার কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী এই অনুষ্ঠানটি সবার সক্রিয় সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরিষদের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Spread the News
error: Content is protected !!