জিরিবামে জ্বলছে বাড়িঘর সহ দোকান, মধুপুরে বিস্ফোরণ
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : জিরিবামের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে। এখনও জ্বলছে বাড়িঘর সহ দোকান। ফুটছে বোমাও। বুধবার রাতে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে জিরিবামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শহরের কালীনগর প্রথম খণ্ডে তিনটি বসতঘর ও তিনটি দোকানে অগ্নি সংযোগ করা হয়। ক্ষতিগ্রস্তরা জনজাতি সম্প্রদায়ের বলে জানা যায়।
এ দিকে, একই রাতে জাকুরাডহর জিপির বাঙালি অধ্যুষিত এলাকা মধুপুরে একটি ঘরে বোমা বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোন খবর মেলেনি।

উল্লেখ্য, গত ৬ জুনের পর থেকেই ক্রমশ বাড়ছে হিংসা জিরিবামে। ঘটছে নানা অঘটন। আতঙ্কে জেলার বিভিন্ন অঞ্চল প্রায় জনশূন্য হয়ে পড়েছে। ঘরবাড়ি, আসবাবপত্র, পশুপক্ষী সব ফেলে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। কাছাড়ের শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে।