ডেঙ্গারবন্দে জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার, আটক তিন
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ জিপির হৈলামছড়া গ্রামের জলাশয়ে ভেসে উঠল যুবকের লাশ। রবিবার লাশ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম বাবুরাম কাঁওর (৩৫)। বাবার নাম রামপ্রসাদ কাঁওর।মৃতের স্ত্রী সহ দুটি ছোট কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, বাবুরাম গত কয়দিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে গ্রামের এক ব্যক্তির খেতের কাজ করছিলেন। শনিবার রাতে তিনি যথা সময়ে ঘরে ফিরেননি। এতে পরিবারের লোকদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দেয়। পরে তাকে খুঁজতে বের হন তার ঘরের লোক সহ নিকট আত্মীয়রা। রবিবার ভোরে বাড়ির লাগোয়া এক জলাশয়ে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতের মুখ ও নাক দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। তাছাড়া ঘাঁড় ছিল ভাঙা, কপালের উপরে ছিল আঘাতের চিহ্ন। এতে ধারণা করা হচ্ছে তাকে কে বা কারা প্রাণে মেরে জলাশয়ে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি হলপ করে কিছু বলা যাবে না বলে স্থানীয়দের অভিমত।
এদিকে, মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাথারকান্দি সার্কল অফিসার অকুস্থলে পৌঁছে তদন্তে নেমে মৃতদেহ ইনকুয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান। বিকালে ময়নাতদন্তের পর মরদেহ সমঝে দেওয়া হয় পরিবারবর্গের কাছে।চাঞ্চল্যকর এই রহস্য মৃত্যু কান্ডের সঠিক তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি সহ মৃতের অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে জনগণ সিও, ডিসি, বিধায়ক সহ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন।
এ দিন দুপুরে এ কাণ্ডে তদন্তে নামেন জেলা ডিএসপি নারায়ণ বড়ো। পরে এ কাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় তিন জনকে থানায় নিয়ে যায় পুলিশ।বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা পুলিশি জেরার খবর পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তর মুখ খুলতে নারাজ পুলিশ।