অগ্নিকাণ্ডে স্কুল গৃহ পুড়ে ছাই, উদ্ধার মৃতদেহ
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একটি স্কুল গৃহ পুড়ে ছাই হয়ে গেল। উদ্ধার হল এক অপরিচিত ব্যক্তির লাশও। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়ার দুধনৈয়ে। শনিবার রাতে সংঘটিত হল এই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি সরকারি স্কুল। রাতে আগুন লাগা স্কুলে সকালে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। রবিবার সকালে একটি শ্রেণিকক্ষে পাওয়া গেছে এই অগ্নিদগ্ধ মৃতদেহ। দেহটি পুড়ে যাওয়ায় এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
এই অগ্নিকাণ্ড ঘটেছে পিএম শ্রীর দুধনৈ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আগুনের তাপে বিস্ফোরিত হয় একটি গ্যাস সিলিন্ডার। বিদ্যালয়ের মোট ৯টি কক্ষ ভস্মীভূত হয়, যার মধ্যে ৫টি শ্রেণিকক্ষ। বিদ্যালয়ের অফিসও আগুনের গ্রাসে পড়ে। প্রধান শিক্ষিকার দপ্তরের নথিপত্রও সম্পূর্ণভাবে পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে দেখা গিয়েছিল। দু’টি অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বহু স্থানীয় লোকজনও আগুন নেভাতে এগিয়ে আসে।
এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। দুধনৈ এলাকার ছাত্রীরা এবং স্থানীয়দের জন্য এটি এক বিশাল ক্ষতি হল। ঘটনার পরই দুধনৈ সমজেলা পুলিশ অধীক্ষক ও দুধনৈ থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে।
ছবি : news18 assam সৌজন্যে