রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে, কার্ফু জারি

২৯ মার্চ : রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, হিমালয়ের কোলে অবস্থিত দেশে হিন্দু রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেটা ঘিরে সংঘর্ষ বেঁধে যায়। ছোড়া হয় পাথর। চলেছে গুলি। ছোড়া হয় রবার বুলেট। তুমুল খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তার জেরে এক সাংবাদিক-সহ দু’জনের মৃত্যু হয়েছে।

আবার সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাংবাদিকের। সেইসঙ্গে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেইসঙ্গে ডাকা হয়েছে সেনাকে। জারি করা হয়েছে কার্ফু।

আর সেই যাবতীয় অশান্তি তৈরি হয়েছে রাজতন্ত্র ফেরানোর দাবিতে। সংসদীয় ঘোষণাপত্রের মাধ্যমে ২০০৮ সালে নেপালে ২৪০ বছরের রাজতন্ত্রে ইতি টানা হয়েছিল। যদিও মাঝেমধ্যেই রাজতন্ত্র ফেরানোর দাবি তোলেন অনেকেই। আর গত ১৯ ফেব্রুয়ারি নেপালের গণতান্ত্রিক দিবসে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ভিডিয়োবার্তার পরে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে সেই দাবি।

রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে, কার্ফু জারি
রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে, কার্ফু জারি
Spread the News
error: Content is protected !!