প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শতাধিক পুলিশকর্মীর রক্তদান
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী “সেবা হি সমর্পণ, সেবা সপ্তাহ” কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত শিবিরে ১০০ জনের অধিক পুলিশকর্মী রক্তদান করেন। রক্তদান করেছেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোও। তিনি জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে সেবা সপ্তাহ শুরু হয়েছ। সেবা সপ্তাহে প্রথম দিন মেগা রক্তদান শিবিরে ১০০ জনের অধিক পুলিশকর্মী রক্তদান করেন।
সিনিয়র পুলিশ সুপার বলেন, রক্তদান করা মহৎ কাজ। রক্তদানে অনেকের জীবন বাঁচে তাই তিনি সবাইকে এই মেগা রক্তদান শিবিরে এগিয়ে আসার আবেদন করেন। সিনিয়র পুলিশ সুপার মাহাতো প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ আরও অনেকে।